যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে বলে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। গতকাল প্রকাশিত এ প্রতিবেদনে দুজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর আগ্রহ প্রকাশ করেছেন। এর পরেই পেন্টাগন ৩০, ৬০ এবং ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্ত সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার ফল।
ট্রাম্প প্রশাসন মনে করছে, সিরিয়ায় দীর্ঘমেয়াদি সেনা অবস্থান আর প্রয়োজন নেই। তবে এ পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে এবং কত দ্রুত হবে, তা এখনো পরিষ্কার নয়।
বিশ্লেষকদের মতে, সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর বিষয়টি শুধু সামরিক নয়, বরং এটি রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতায় কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।