ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত চারপক্ষীয় শান্তি আলোচনার ফরম্যাট নিয়ে আলোচনা করার সময় এখনই আসেনি বলে জানিয়েছে ক্রেমলিন। গতকাল এই প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের কার্যালয়। এ ছাড়া জেলেনস্কির নির্বাচনি ম্যান্ডেট নিয়েও পুনরায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চারপক্ষীয় আলোচনার পক্ষে। কিয়েভকে বাদ দিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা অত্যন্ত বিপজ্জনক হবে। রয়টার্স