কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যেও শুল্ক বসানো হবে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ করবে কি না, রবিবার রাতে বিবিসির করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘হতে পারে, তবে ইউরোপীয় ইউনিয়নের ওপর হবেই। আমি আপনাকে এটা বলতে পারি। কারণ তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। আপনি জানেন, আমাদের মধ্যে (বাণিজ্য) ঘাটতি ৩০ হাজার কোটি ডলারের বেশি,’ বলেছেন দুই সপ্তাহ আগে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা এ রিপাবলিকান।
ইইউ যুক্তরাষ্ট্রের পণ্য কেনে না অভিযোগ করে ট্রাম্প বলেন, তারা সীমার বাইরে চলে গেছে। ‘তারা আমাদের গাড়ি নেয় না, কৃষি পণ্য নেয় না। প্রায় কিছুই নেয় না। অথচ আমরা তাদের লাখ লাখ গাড়ি থেকে শুরু করে বিপুল পরিমাণ খাবার, কৃষি পণ্যসহ সবকিছু নিই। যুক্তরাজ্য সীমার বাইরে আছে, এটা আমরা দেখছি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সত্যিকার অর্থেই সীমার অনেক বাইরে চলে গেছে,’ বলেছেন তিনি। যুক্তরাজ্যকে শুল্কের বাইরে রাখতে ‘চুক্তি হতে পারে’ বলেও জানান এ মার্কিন প্রেসিডেন্ট।
‘যুক্তরাজ্যও সীমার বাইরে। কিন্তু আমি নিশ্চিত, আমার মনে হয় এটা নিয়ে কাজ করা যেতে পারে, প্রধানমন্ত্রী (কিয়ার) স্টার্মার খুবই ভালো। আমাদের কয়েকবার বৈঠক হয়েছে, অসংখ্যবার ফোনে কথা হয়েছে। আমাদের সম্পর্ক বেশ ভালো। দেখা যাক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা আমাদের বাজেটের ভারসাম্য বজায় রাখতে পারি কি না।’ ‘এটা ৩৫ হাজার কোটি ডলারের ঘাটতি, তাই অবশ্যই এটা নিয়ে কিছু তো একটা করতেই হবে,’ বলেছেন তিনি। কবে নাগাদ এই শুল্ক আরোপ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কোনো সময়সীমা বলব না, কিন্তু এটা খুব তাড়াতাড়িই হবে।’ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যায় তার মধ্যে শীর্ষে আছে ওষুধ, গাড়ি, নানান ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র মহাদেশটিতে বেচে তেল, গ্যাস ও আর্থিক সেবা। যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপের কিছু কিছু দেশে এর মারাত্মক প্রভাব পড়বে বলে জানিয়েছে বিবিসি। উদাহরণস্বরূপ, ইউরোপীয় ইউনিয়নের বাইরে আয়ারল্যান্ড যত রপ্তানি করে তার প্রায় অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে। এদিকে যুক্তরাষ্ট্রের পণ্য সবচেয়ে বেশি জার্মানি আর নেদারল্যান্ডস; জার্মানি আবার যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ গাড়ি রপ্তানিও করে। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি জার্মানির, এরপরের দুই স্থান ইতালি ও আয়ারল্যান্ডের। বিবিসি