ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত স্বল্প ও মাঝারি আয়ের আমেরিকানদের চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো প্রেসিডেন্ট ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালত।
ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, ২৮ জানুয়ারি থেকে আদেশটি কার্যকর হয়েছিল। এ আদেশের বিরুদ্ধে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়াসহ ২০ স্টেটের অ্যাটর্নি জেনারেলরা সম্মিলিতভাবে মামলা করেন। জানা গেছে, ৪ কোটি ২১ লাখ আমেরিকান পুষ্টিকর খাদ্য কেনার জন্য ‘ফুডস্ট্যাম্প’ খাতে প্রতি মাসে ফেডারেল থেকে মাথাপিছু ২১১ ডলার করে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৯২% চিকিৎসাসেবা বাবদ হেল্্থ ইন্স্যুরেন্সের সুবিধা পাচ্ছেন। এ চিকিৎসাসেবার বড় একটি অংশ আসে ফেডারেল অনুদান থেকে। অসুস্থ পিতা-মাতা, ভাই-বোনকে নিজ বাসায় চিকিৎসাসেবা প্রদান করেও মোটা অর্থ আয় করছেন কয়েক কোটি আমেরিকান। এ ধরনের আরও কিছু অত্যাবশ্যকীয় সার্ভিস বন্ধের নির্দেশনা ছিল ট্রাম্পের আদেশে।