দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গত মাসে দুর্ঘটনায় পতিত জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানে উভয় ইঞ্জিনে হাঁসের ডিএনএ পাওয়ার তথ্য উঠে এসেছে। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি গতকাল প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে বাইকাল টিলস নামক একটি প্রজাতির পরিযায়ী হাঁসের খন্ড-বিখন্ড দেহের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৯ ডিসেম্বর, থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে উড়াল দেওয়া জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬-এ ১৮১ যাত্রী ছিল, যার মধ্যে ১৭৫ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়, ফলে ১৭৯ যাত্রী নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটির ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করার এবং শেষ মুহূর্তে ফ্লাইট ডেটা রেকর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজে বের করা যায়নি। তবে তদন্তকারীরা এখনো পুরো দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি। -রয়টার্স