আড়াই বছরের ফুটফুটে শিশু লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে নিজের বাসায় খেলছিল। সেই সময় হানাদার ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুটির মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনা লায়লার মাথায় গুলি করে। হারেৎজগুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়। এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মাও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।
শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে- আগে থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিলেন ইসরায়েলের সেনারা।