যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে। এই গোয়েন্দা তথ্যের বিষয়ে জ্ঞাত মার্কিন কংগ্রেসের দুই কর্মকর্তা এমনটি জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। ওই কর্মকর্তারা জানান, গাজা যুদ্ধে প্রায় সমসংখ্যক হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই সরকারি হিসাব এর আগে প্রকাশ করা হয়নি। ১৫ মাস ধরে যুদ্ধ চলার পর হামাস ও ইসরায়েল গত রবিবার থেকে একটি যুদ্ধবিরতি শুরু করেছে।
এ যুদ্ধে গাজা ভূখন্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্যও উত্তপ্ত হয়েছে। ওই মার্কিন কর্মকর্তারা জানান, হামাস সফলভাবে নতুন সদস্য সংগ্রহ করলেও তাদের অনেকেই অল্প বয়সী ও প্রশিক্ষণহীন। এদের মূলত সাধারণ পাহারার কাজে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর সাড়া দিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস হামাস ফিলিস্তিনি ছিটমহলটিতে যত যোদ্ধা হারিয়েছে প্রায় ততজন সদস্য সংগ্রহ করেছে। -রয়টার্স