রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সেই সঙ্গে মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে ১০০টি ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে কিয়েভ। বলা হচ্ছে, যুদ্ধের সময় এককভাবে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে এটি একটি। বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে মস্কোর দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলে তেল শোধনাগার এবং পাম্পিং স্টেশনের ওপর দিয়ে একটি আগুনের গোলা উঠতে দেখা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এখানেই হামলা চালিয়েছেন তারা।
রাশিয়া জানিয়েছে, তারা রিয়াজান এবং মস্কোসহ ১৩টি অঞ্চলকে লক্ষ্য করে চালানো ১২১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার একটি ড্রোন আঘাত করলে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টার ডিসইনফর্মেশনের প্রধান আন্দ্রি কোভালেনকো টেলিগ্রামে বলেছেন, রিয়াজানের একটি তেল শোধনাগার এবং ব্রায়াঙ্কের ক্রেমনি প্ল্যান্টে আঘাত হেনেছে। -বিবিসি