দায়িত্ব ছাড়ার আগে রেকর্ড সংখ্যক ব্যক্তি প্রেসিডেন্টের ক্ষমতাবলে আগাম ক্ষমা ঘোষণা করে গেছেন সদ্যবিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে অপদস্থ করার জন্য তার প্রিয়জনরা রাজনৈতিক আক্রোশের শিকার হতে পারেন, এমন আশঙ্কা থেকেই সোমবার এই পদক্ষেপ নিয়েছেন বাইডেন। বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আগাম ক্ষমা ঘোষণার কারণে কেউ যেন মনে না করেন, উল্লিখিত ব্যক্তিরা কোনো অপরাধে যুক্ত থাকার দায় পরোক্ষভাবে স্বীকার করে নিলেন। আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার পরিবার জঘন্য রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, সেই অধ্যায় অতিবাহিত হয়ে গেছে, এমনটা মনে করার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। বিদায়ি ডেমোক্র্যাট নেতা তার মেয়াদের শেষদিকে প্রেসিডেনশিয়াল ক্ষমতাবলে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে গেছেন।
সেই ধারাবাহিকতায় শেষ ঘটনা ছিল রেকর্ডসংখ্যক ব্যক্তির জন্য রক্ষাকবচ হিসেবে আগাম ক্ষমা ঘোষণা। ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন, বাইডেনের ভাই জেমস ও তার স্ত্রী সারা; তার বোন ভ্যালেরি ও তার স্বামী জন ওয়েন্স; এবং তার আরেক ভাই ফ্রান্সিস। -এপি