দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথ গ্রহণ সমারোহকে ঐতিহাসিক করে তুলতে বিশ্বের নেতা এবং ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১১ (১২:০০ দুপুর ইএসটি) অনুষ্ঠিত হবে।
কে শপথবাক্য পাঠ করাবেন : প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে প্রধান বিচারপতি জন রবার্টস শপথ পাঠ করাবেন। শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর উদ্বোধনী ভাষণ দেবেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর ভাষণ উন্নয়ন এবং ঐক্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করবে। শপথ গ্রহণের পর মার্কিন তারকা ক্যারি আন্ডারউড তাঁর গান পরিবেশন করবেন।
বিদায়ি রাষ্ট্রপতি জো বাইডেনও উপস্থিত থাকবেন : ট্রাম্পের শপথ নেওয়ার সময় বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন। অথচ ২০১৭ সালে যখন বাইডেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, তখন ট্রাম্প যোগদান করতে অস্বীকার করেছিলেন।