যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল তেহরান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৪ সালে ট্রাম্পের ওপর দুটি ব্যর্থ হত্যাচেষ্টার পর অভিযোগ ওঠে, হত্যাচেষ্টার পেছনে ইরান। মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমরা কখনোই এ ধরনের কোনো প্রচেষ্টা করিনি এবং করবও না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে এই পরিকল্পনা ব্যর্থ করে দেয় মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। যদিও তদন্তে ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি বলেন, আমরা কোনো পারমাণবিক অস্ত্র চাই না। আমরা কেবল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া এবং ট্রাম্পের প্রথম মেয়াদকালে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, আমরা কখনো সংঘাতে আগ্রহী নই, তবে আমরা প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। আমরা যুদ্ধকে ভয় পাই না, কিন্তু যুদ্ধ চাইও না। পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, ট্রাম্প তাঁর নতুন মেয়াদে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের শান্তি রক্ষায় ভূমিকা রাখবেন। যুদ্ধ এবং রক্তপাতের পরিবর্তে আমি আশা করি তিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন, তিনি বলেন। ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সংলাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের সংলাপের সমস্যা নয়, সমস্যা হলো আলোচনার পর প্রতিশ্রুতি রক্ষা করা। পূর্ববর্তী আলোচনায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অপর পক্ষ। এনবিসি নিউজ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনাগুলো এগোচ্ছে এবং তারা ইরানের পারমাণবিক চুক্তি পুনরায় চালুর বিষয়ে আন্তরিক। ইরানের এই অবস্থান এবং শান্তি প্রচেষ্টা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।