ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, নিজস্ব প্রযুক্তিতে বানানো জাগ্রোস নামের একটি ডেস্ট্রয়ার যুক্ত হচ্ছে দেশটির নৌবাহিনীতে।
ইরানি বলেন, এই সপ্তাহে জাগ্রোস নামে একটি অনন্য সামরিক জাহাজ সাগরে নামানো হবে। ইরানের নিজস্ব জ্ঞান এবং ক্ষমতা কাজে লাগিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের এই জাহাজটি তৈরি করা হয়েছে। জাগ্রোস ডেস্ট্রয়ার হলো নৌবাহিনীর সবচেয়ে নতুন এবং অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং যুদ্ধ এবং গোয়েন্দা উভয় মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। ইরানি আরও বলেন, ইরানের বৃহত্তম সামরিক কেন্দ্রটি এই সপ্তাহে জাস্কের কৌশলগত এলাকায় খোলা হবে। তিনি আরও জানিয়েছেন, এটি সবচেয়ে উন্নত সরঞ্জাম সমন্বিত বিশেষায়িত ডক পোস্টগুলোকে অন্তর্ভুক্ত করবে। এটি নীল অর্থনীতিকে কাজে লাগানোর জন্য একটি প্ল্যাটফরম প্রদান করেছে। প্রেস টিভি