মার্কিন প্রেসিডেন্ট পদে শপথের আগে বড় স্বস্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে যে মামলা করা হয়েছিল সেই মামলায় ট্রাম্পকে নিঃশর্ত মুক্তি দিয়েছেন নিউইয়র্কের আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে জেলে যেতে হচ্ছে না। এমনকি জরিমানাও দিতে হচ্ছে না। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ট্রাম্প। তার আগে বড় স্বস্তি পেলেন তিনি।
নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চন ইঙ্গিত দিয়েছিলেন যে, ট্রাম্পকে কারাদে র সাজা বা জরিমানা ধার্য করবেন না। বরং তাঁকে শর্তসাপেক্ষে ছাড়া হতে পারে। অবশেষে তেমনটাই হলো। তবে এই মামলায় রেহাই পেলেও আমেরিকার রাজনীতিতে এই মামলায় ট্রাম্পের গায়ে কলঙ্ক চাপল বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্পের বিশেষ কৌঁসুলির পদত্যাগ : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুইটি ফৌজদারি মামলা লড়ছিলেন তিনি। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই বিচার বিভাগ ছাড়লেন স্মিথ। -সিএনএন, সিবিসি
আদালতে শনিবার দাখিল করা একটি নথিতে বলা হয়েছে, গত শুক্রবার জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে করা মার্কিন বিচার বিভাগের দুটি মামলার বিশেষ কৌঁসুলি হিসেবে ২০২২ সালে নিয়োগ পান জ্যাক স্মিথ। ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানি দেওয়া ও সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা দুটি করা হয়েছিল।