আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্ত অঞ্চলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে একাধিক আফগান মিডিয়া। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ ও খামা প্রেস। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টায় পাকিস্তানি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাভা ক্রসিং ও সারকানি জেলার বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছে। তবে তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে পাকিস্তানও আফগান মিডিয়ায় প্রকাশিত এই সংবাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, আফগান সংবাদমাধ্যম কাবুলনাওর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।