লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই দাবানলের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ভূমিকার কথাও উল্লেখ করেছেন তিনি।
বাইডেন বলেন, আসন্ন প্রেসিডেন্টের টিমের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেক বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি তারাও একইভাবে কাজ চালিয়ে যাবেন। হতাহতের বিষয়ে জো বাইডেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া সেখানের বাড়িঘরে লুটপাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ঘরবাড়িসহ ১০ হাজার অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বুধবার হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি-দামি তারকারাও। সিএনএন, বিবিসি