পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় দোষীসাব্যস্ত হয়েছিলেন আগেই। তবে এ মামলায় সাজা ঘোষণার ওপর স্থগিতাদেশ চেয়েও হতাশ হতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। গতকাল তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন আমেরিকার শীর্ষ আদালত। ফলে প্রেসিডেন্ট পদে বসার আগে বিপদ আরও বাড়ল ট্রাম্পের। এদিকে নির্বাচনে জয়ের পর মামলা প্রত্যাহারের জন্যও আবেদন জানিয়েছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলেও ধরেন ম্যানহাটনের আদালতে।
সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্টদের অফিশিয়াল কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে সেটি এ মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দিয়েছিলেন ম্যানহাটন আদালতের বিচারক মার্চেন।
সুপ্রিম কোর্টও শুক্রবার সেই একই কথা জানিয়েছে। তবে আমেরিকার আইন অনুযায়ী এক্ষেত্রে ট্রাম্পের জেলের সাজা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে হ্যাঁ, আর্থিক জরিমানা হতে পারে। সিএনএন