যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল গতকালও নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে অগ্নিনির্বাপণ কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। লস অ্যাঞ্জেলেস হলো হলিউডের প্রাণকেন্দ্র। সানসেট নামের দাবানলে জ্বলছে হলিউড হিলস। যেখানে বিখ্যাত হলিউড সাইনবোর্ডটি অবস্থিত। এ ছাড়া হার্স্ট এবং লিডিয়া নামের দুটি ছোট আকৃতির দাবানলও লস অ্যাঞ্জেলসে জ্বলছে।
পুড়ে গেছে যেসব তারকার ঘরবাড়ি-
ম্যান্ডি মুর : সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সোশ্যাল মিডিয়ায় দাবানলের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেম। মুর লিখেছেন, ‘আগুন থেকে বাঁচতে আমি আমার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছি।’
ড্যানিয়েলা পিনেদা : ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ড্যানিয়েলা পিনেদা দাবানলে তাঁর বাড়ি হারানোর জন্য তার দুঃখ করেছেন। আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘এটিই প্রথম বাড়ি যা আমি কিনেছিলাম। আমার প্রথম! আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমি যা কিছু সঙ্গে নিতে পেরেছিলাম, তা হলো আমার কুকুর আর আমার ল্যাপটপ এটুকুই। বাকি সব হারিয়ে ফেলেছি। আর আমার কাছে শুধু ১ জোড়া জুতা আছে।
প্যারিস হিলটন : গায়ক ও অভিনেত্রী প্যারিস হিলটনও এই ঘরহারাদের মধ্যে একজন, যাঁর বাড়ি এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও অভিনেত্রী এক নিউজ চ্যানেলে নিজের বাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে ভেঙে পড়েন। ইনস্টাগ্রামে প্যারিস হিলটন একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মালিবুতে তাঁর বাড়িটি পুড়ে যেতে দেখা যায়। ভগ্ন হৃদয়ে অভিনেত্রী বলেন, কারোর সঙ্গে যেন এমনটা না ঘটে।
বিলি ক্রিস্টাল : এদিকে কমেডিয়ান চলচ্চিত্রনির্মাতা বিলি ক্রিস্টাল নিশ্চিত করেছেন, প্যাসিফিক প্যালিসেডেসে তাঁদের পারিবারিক বাড়ি যেখানে তিনি তাঁর স্ত্রী জেনিস ও তাদের দুই মেয়ের সঙ্গে থাকতেন, সেটা সম্পূর্ণ পুড়ে গেছে।
মেল গিবসন : আমেরিকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। তিনি নিউজ নেশনকে জানিয়েছেন, টেক্সাসের অস্টিনে শুটিং করার সময় তার বাড়িটি দাবানলে পুড়ে গেছে। তিনি বলেন, এটা আবেগের বিষয়। বাড়িটিতে আমি দীর্ঘদিন ধরে বাস করছি।
জেফ ব্রিজস : প্রবীণ অভিনেতা জেফ ব্রিজসের মুখপাত্র দ্য হলিউড পত্রিকাকে জানান, মালিবুতে জেফ ব্রিজসের বাড়ি আগুনে পুুড়ে গেছে।
ক্যারি এলওয়েস : ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেও। তার বাড়িও পুড়ে ছাই। কোনোমতে প্রাণে বেঁচে রয়েছেন পরিবারের অন্যরা।
কেট বেকিনসল : প্যালিসেডসের বাসিন্দা ব্রিটিশ অভিনেত্রী কেট বেকিনসল। ধ্বংসযজ্ঞের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার ও আমার মেয়ের শৈশবের বেশির ভাগ সময় এখানেই কেটেছে। এক নিমেষেই আমাদের শৈশব হারিয়ে গেল। আমার হৃদয় ভেঙে গেছে।’ এএফপি, বিবিসি