ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে বিচার শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য লিবিয়ার প্রয়াত নেতা প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন তিনি। তবে সারকোজি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
বিএফএমটিভি জানিয়েছে, গতকাল প্যারিসে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়া এপ্রিল পর্যন্ত চলবে। সাবেক প্রেসিডেন্ট সারকোজিসহ আরও ১২ জন সন্দেহভাজনের বিরুদ্ধে অর্থ তছরুপ গোপন করা, দুর্নীতি, অবৈধ নির্বাচনি প্রচারণার অর্থায়ন এবং অপরাধমূলক যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
২০১২ সালে স্বাধীন ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্ট প্রকাশিত এক রিপোর্টে এই অর্থ কেলেঙ্কারির কথা প্রথমবারের মতো প্রকাশিত হয়। এতে লিবিয়ার গোপন নথিতে প্রমাণিত হয় যে, ২০০৭ সালে নির্বাচনের কয়েক মাস আগে প্রায় ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫১.৬ মিলিয়ন ডলার) ফ্রান্সে স্থানান্তরিত হয়েছিল। -এএফপি