জাপানে একটি টুনা মাছ ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এটির দাম পড়েছে ১৫ কোটি ৮৬ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। টোকিওর একটি মাছের বাজারে গতকাল নববর্ষের নিলামে এ দামে মাছটি বিক্রি হয়। কোনো নববর্ষের নিলামে এটি ছিল টুনার দ্বিতীয় সর্বোচ্চ দাম। মাছটির ওজন ২৭৬ কেজি। আকৃতি এবং ওজনে এ মাছ একটি মোটরসাইকেলের সমান বলা যায়। জাপানের রাজধানী টোকিওর জিনজা ওনোদেরা সুশি রেস্তোরাঁ চেইন টুনা মাছটি এ দামে কিনেছে। নিলামের পর ওনোদেরার কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমাদের প্রত্যাশা, মানুষ এ মাছ খাবে আর অসাধারণ একটি বছর কাটাবে।’ ওনোদেরা গ্রুপই টানা পাঁচ বছর ধরে এ নিলামে সবচেয়ে দামি মাছটি কেনার কৃতিত্ব ধরে রেখেছে।
প্রতিবারই নতুন বছরের শুরুতে ‘প্রথম টুনা মাছ’ এবং টুনা দিয়ে তৈরি খাবার জাপানিদের খাদ্য তালিকায় প্রাধান্য পায়। এএফপি