সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে দি ন্যাশনাল নিউজ জানিয়েছে, প্রায় এক মাস ধরে বন্ধ থাকা বিমানবন্দরটি পুনরায় কার্যক্রম শুরু করতে প্রস্তুত।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দামেস্ক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বিমানবন্দরটি আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল সিরিয়ার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল সালিবি এক বিবৃতিতে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী মঙ্গলবার থেকে দামেস্ক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। আমরা আরব এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকেও আশ্বস্ত করতে চাই যে, আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে গত ১৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দর থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইট চালানো হয়। এ ফ্লাইটটি রাজধানী দামেস্ক থেকে উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে উড়ে যায়। এটিই ছিল বাশার আল আসাদের শাসন পতনের পর বিমানবন্দরের প্রথম ফ্লাইট। এরপর থেকে ত্রাণবাহী বিমান এবং কূটনৈতিক মিশনের ফ্লাইটগুলো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। সানা