‘রমজানের খাদ্যতালিকায় বিশেষজ্ঞদের মতামত’ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির গারলিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্টে এই সভা হয়। সভার আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটেশিয়ান ফর সোশ্যাল সারভিস (এএনডিএসএস)।
এনএনডিএসএস’র সাধারণ সম্পাদক তামান্না চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সিনিয়র পুষ্টিবিদরা।
রমজানের খাদ্যতালিকা ও পুষ্টি সচেতনতা বিষয়ে আলোচনা হয় সভায়। সুস্থভাবে রোজা পালনে সঠিক ইফতার ও সেহেরির গুরুত্ব তুলে ধরা হয় সভায়। পুষ্টি ঠিক রেখে সঠিকভাবে রান্নার পদ্ধতি আলোচনা করা হয় এতে।
এএনডিএসএস’র প্রেসিডেন্ট শামসুন্নাহার মহুয়ার সমাপনি বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ