প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয়, বরং অন্য অঙ্গের সঙ্গে সমমর্যাদায় বিচার বিভাগকে নিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল আপিল বিভাগের ১ নম্বর এজলাসে আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সংবর্ধনা জানান। পরে দুই বিচারপতি বক্তব্য দেন। এরপর প্রধান বিচারপতি কথা বলেন। এ সময় আপিল বিভাগের অপর ছয় বিচারপতি বেঞ্চে ছিলেন।
গত ২৪ মার্চ হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।