ছয় দফা দাবির পক্ষে পদক্ষেপ নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ‘লংমার্চ’ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল ঢাকা জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা এক সমাবেশে দাবি আদায়ে ৪৮ ঘণ্টার এই আলটিমেটাম দেন ‘কারিগরি ছাত্র আন্দোলন।’ রাজধানীর শেরেবাংলানগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশে এ ঘোষণা দেন তারা।
এর আগে মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা ছয় দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন শেরেবাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, আমাদের দাবিদাওয়া মেনে নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দৃশ্যমান কর্মকাণ্ড না দেখানো হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি, প্রয়োজনে লংমার্চ করা হবে। সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও কারিগরি শিক্ষার্থীদের বলে দিতে চাই, আমরা ৮৭ সালের আন্দোলন ভুলে যাই নাই; আমরা ১৩ সালের আন্দোলন ভুলে যাই নাই, আমার ভাইয়েরা রাজপথে রক্ত ঝরিয়েছে, আমরা ভুলে যাই নাই। সব ভাইকে বলতে চাই, আপনারা সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীদের আন্দোলন নয়। এটা সব শিক্ষক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার পেশাজীবীর আন্দোলন।
ঢাকার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মহাসমাবেশে অংশ নেন। তারা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবি জানান।
‘আবু সাঈদ মুগ্ধ/ শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার/ গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন/ প্রশাসন জবাব চাই’, ‘এসি রুমের বৈঠক/ আর নয় আর নয়’, ‘পলিটেকনিক এক হও, এক হও এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ডুয়েট যদি একটা হয়, ডিপ্লোমারা যাবে কই?’, ‘কারিগরিতে নন টেক চলবে না চলবে না’-ইত্যাদি স্লোগান দেন। এর আগে দুপুরে ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেয়। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। এর আগে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ ছাড়া সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। তাদের সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি। এদিকে, ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন। সিলেট : ছয় দফা দাবিতে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে নগরীর কাজীরবাজার সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় প্লেকার্ড হাতে নানা স্লোগান দেয় তারা। এতে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বরিশাল : ছয় দফা দাবিতে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে কারিগরি শিক্ষার্থীরা। তারা ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ছয় দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বেলা ১১টায় পলিটেকনিকের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে সমাবেশে মিলিত হয়। তারা অবিলম্বে ছয়টি দাবি জানায়।
নওগাঁ : ছয় দফা দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সমাবেশে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ‘তেরোর হাতিয়ার, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’ ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’ ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ নানা স্লোগানে মুখরিত হয় সমাবেশ এলাকা।
সিরাজগঞ্জ : ছয় দফা দাবিতে সমাবেশ করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুলের রাস্তা দখল করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ করা হয়। এ সময় তারা দাবি আদায়ের জন্য বক্তব্য ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগান দেওয়া হয়।