বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংক করা হবে। দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো একীভূতকরণ প্রক্রিয়া গত বছর শুরু হলেও ক্ষমতার পালাবদলের পর তা থমকে যায়। একীভূত করার প্রক্রিয়ায় ফেরার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ইসলামি ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশে একটি বড় ইসলামি ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামি ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে। গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রমুখ। গভর্নর বলেন, ‘একীভূত (মার্জার) করার ক্ষেত্রে দুর্বল প্রতিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। কোনো ব্যাংকের পর্ষদ যদি কাজ না করে তাহলে আমানতকারীদের স্বার্থেই সে ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে। ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সে বিষয় নিয়ে আমরা কাজ করছি।’ তিনি বলেন, সঠিক নিয়মের মধ্যে থেকে ব্যাংকিং কার্যক্রম চালাতে হবে-কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একদম স্পষ্ট করে বলা হয়েছে। গভর্নর বলেন, দেশ থেকে টাকা নিয়ে উধাও হয়ে নিরাপদ দেশে চলে যাওয়ার উপায় বন্ধ করার পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী করা হবে। ব্যাংকিং খাতে নানা রকম সংস্কার চলছে তুলে ধরে তিনি বলেন, পরবর্তী সময় যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, এ ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করা উচিত।
শিরোনাম
- বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
- রাজধানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
- ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
- শাবি অধ্যাপকের বিরুদ্ধে গবেষণা চৌর্যবৃত্তিসহ নানা অভিযোগ
- মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ আটক ৫০৬
- টিপকাণ্ড : সুবর্ণা মুস্তাফা-সাজু খাদেমসহ ১৮ জনের নামে মামলা
- আগামীর বাংলাদেশের জন্য নতুন গঠনতন্ত্রের প্রয়োজন : ফরহাদ মজহার
- কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
- আবার ফিরছে ব্যাচেলর পয়েন্ট
- ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি
- শাস্তি পেলেন দিল্লির বোলিং কোচ
- বিধ্বংসী হেড যখন ‘ডট বাবা’
- বাবরকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পাকিস্তানি পেসার
- গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৩ জন নিহত
- আইপিএলে পছন্দের ব্যাট দিয়ে খেলতে পারছেন না কেন ক্রিকেটাররা?
- বাণিজ্য যুদ্ধের ঘূর্ণিপাকে দুর্বল ডলার, বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল
- রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা
- আমি শুটিং শেষে কাঁপছিলাম; কেন বললেন দিয়া মির্জা?
- চুয়াডাঙ্গায় ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২
- হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
আহসান এইচ মনসুর
ইসলামি ব্যাংকগুলো একীভূত করে হবে দুটি বড় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর