বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে দ্বিতীয় জয় পেয়েছে দুর্বার রাজশাহী। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। এর আগের চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পায় দুর্বার রাজশাহী। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল তারা। এবার পঞ্চম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেল দলটি। ম্যাচসেরা রায়ান বার্লের অলরাউন্ডিং পারফরমেন্সে জয়টি পায় রাজশাহী। ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ১৭৮ রান করে রাজশাহী। জবাবে ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয় খুলনা। ফলে ঢাকা ও চিটাগংয়ের সঙ্গে জিতলেও আসরের প্রথম হার দেখল খুলনা।
শুরুতে দুর্বার রাজশাহীর হয়ে ২৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন বার্ল। ৭টি চার ও ১টি ছয়ে ইনিংসটি সাজান এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ইয়াসির আলি রাব্বি। মোহাম্মদ হারিস ২৭ ও জিসান আলম করেন ২৩ রান। শেষদিকে ৯ বলে ২১ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন আকবর আলি। ২০ রান দিয়ে নাসুম সর্বোচ্চ ২টি উইকেট নেন। জবাবে আফিফ হোসেনের সর্বোচ্চ ৩৩ ও মোহাম্মদ নাইমের ব্যাট থেকে ২৪ রান আসে। তিন বল বাকি থাকতেই ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা। রাজশাহীর হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন, সোহাগ গাজী ও বার্ল।