সরকারি অনুদানে নির্মিতব্য রবীন্দ্রনাথের ‘দেনা-পাওনা’ চলচ্চিত্রে নাম লেখালেন শিশু শিল্পী পিউষা চৌধুরী গুনগুন।
সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিটিতে রবীন্দ্রনাথ সৃষ্ট তোতনের চরিত্রে অভিনয় করবেন এই শিশুশিল্পী।
১০ ফেব্রুয়ারি ঢাকার অদূরে মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্য চিত্রায়ণের কাজ শুরু হয়।
এর আগে একই পরিচালকের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মায়া’য় অভিনয় করেছেন এই শিশুশিল্পী। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দলীয় নাচেও অংশ নিয়েছে সে।
চট্টগ্রামের মেয়ে পিউষা বর্তমানে রাজধানীর স্বনামধন্য একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ছে। বাবা একজন সংগীত পরিচালক এবং মা একজন আইনজীবী।
বিডি প্রতিদিন/হিমেল/মতিহার