দীর্ঘ বিরতির পর নতুন এক ধারাবাহিকে এসেছেন অভিনেতা জাহিদ হাসান। বিয়েভীতি এবং সংসারজীবনের ভয় কীভাবে একটি মনস্তাত্ত্বিক বিষয় হয়ে দাঁড়ায় সেই প্রেক্ষাপটে নির্মিত হয়েছে 'ভাল্লাগে না' নামের এই নাটকটির গল্প।
বৈশাখী টেলিভিশনে দেখা যাচ্ছে নাটকটি। বিজ্ঞপ্তিতে বৈশাখী জানিয়েছে, চলতি মাসের এক তারিখ থেকে শুরু হওয়া নাটকটি প্রচার হচ্ছে সপ্তাহের তিনদিন। শনি থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে দেখা যাচ্ছে 'ভাল্লাগে না' নাটকটি। জাকির হোসেন উজ্জলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।
নাটকের গল্পে দেখা গেছে, পুলকের বিয়ে নিয়ে পরিবারের সবাই খুব রোমাঞ্চিত। বরযাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা দিবেন তারা। একজন আরেকজনকে তাড়া দিচ্ছেন। ব্যান্ডপার্টি, বাদ্যযন্ত্রে রঙিন হয়ে উঠেছে বিয়ের আসর। এমন সময়ই খবর আসে বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছেন। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সাতবার বিয়ে ভেস্তে গেছে তার। বাড়ির লোকজন তার বিয়ের আশা ছেড়েই দিয়েছে। এই ঘটনায় সবার মন খারাপ হলেও পুলক বেশ খুশিতেই আছেন। কারণ বিয়ে সংসার ভালো লাগে না বলে গোপনে পুলকই বিয়ে ভেঙে আসতেন। এখান থেকেই শুরু হয় ধারাবাহিক নাটকটির গল্প।
অভিনেতা জাহিদ হাসান বলেন, এমন মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। নাটকে আরও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশাতন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, শেখ চাঁদনী, মোমিন বাবুসহ অনেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ