গ্রামজীবনের সরল গল্প নিয়ে নির্মিত ‘পঞ্চায়েত’ সিরিজ এরই মাঝে দর্শকদের মনে দাগ কেটেছে। এই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘পঞ্চায়েত ৪’ এর শুটিং শুরু হয় গত বছর। এবার ফুলেরা গ্রামে সেখানকার বিখ্যাত অধিবাসীদের সঙ্গে দেখা মিলল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের।
‘পঞ্চায়েত’-এর নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখো, দেখো ফুলেরায় কে এসেছেন? ঝটিকা সফর হলেও গুরুত্বপূর্ণ কাজের কথা হল।’
নেটিজেনদের ধারণা, ‘পঞ্চায়েত ৪’-এ থাকতে পারেন অমিতাভ বচ্চন। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি।
নির্মাতাদের শেয়ার করা ছবিতে দেখা যায়, বিকাশ এবং প্রহ্লাদ চাচার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। অন্য একটি ছবিতে বিধায়কজির সঙ্গে বসে রয়েছেন ‘শাহেনশাহ’।
উল্লেখ্য, গত বছরে শুটিং সেট থেকে ‘পঞ্চায়েত ৪’ এর কিছু ছবি অ্যামাজন প্রাইম ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করেছিল। একটি ছবিতে দেখা যায়, সচিবজি বাইক চালাচ্ছেন, পিছনে বসে রয়েছেন বিকাশ। অন্য ছবিতে গ্রামের মেঠো পথের ধারে উপপ্রধান প্রহ্লাদ চাচা ও বিকাশের সঙ্গে জরুরি আলোচনায় ব্যস্ত সচিবজি।
দর্শকদের কৌতূহল ও আলোচনা আরও বাড়ছে, তবে ‘পঞ্চায়েত ৪’-এ অমিতাভ বচ্চনের উপস্থিতি নিয়ে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অফিশিয়াল ঘোষণার।
বিডি প্রতিদিন/আশিক