বাবা হয়েছেন ‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিল (৪১)। তার প্রেমিকা নাটালি ভিসকুসো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে পিপল ম্যাগাজিনকে জানিয়েছে একটি সূত্র। তবে সদ্যজাত সন্তানকে নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি হেনরি ক্যাভিল।
এর আগে, ২০২৪ সালের এপ্রিলে ক্যাভিল ঘোষণা করেছিলেন যে, তিনি ও ভিসকুসো তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
তিনি সেই সময় দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ার-এর নিউইয়র্ক প্রিমিয়ারে অ্যাক্সেস হলিউডকে বলেছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দু'জনেই খুব উচ্ছ্বসিত।’
এরপর, ক্যাভিল ফাদার্স ডে-তে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছ থেকে প্রথম সন্তান আসার আগে পিতৃত্বের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। উল্লেখ্য, ক্যাভিল ও নাটালি ভিসকুসো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন ২০২১ সালের এপ্রিলে।
বিডি-প্রতিদিন/শফিক