ঈদ উৎসবে আসছে মহিন খানের নাটক ‘একান্নবর্তী’। নাটকের শিল্পী নির্বাচন এবং চরিত্রানুযায়ী শিল্পী চূড়ান্ত করে ‘একান্নবর্তী’ নাটকটি নির্মাণ করে চমক সৃষ্টি করেছেন পরিচালক। নাটকটিতে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানসহ গুণী অভিনয়শিল্পী তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তার পরও এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’ তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বুঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে তাই নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেবারই মতো।’ ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনমেন্ট’-এ ঈদে প্রচার হবে নাটকটি।