ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘদিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি। পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘এ আর রহমান এক গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন ৮-১০ কোটি রুপিরও বেশি। মোটা এ পারিশ্রমিকের কল্যাণে তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১ হাজার ৭০০ কোটি রুপি। সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এ ছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন। এ আর রহমানের পারিশ্রমিক অন্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে।