চিত্রনায়ক আমিন খান তাঁর ১০ বছরের ছেলেকে নিয়ে পর্দায় ফিরছেন। যেখানে উঠে আসবে বাবা-ছেলের ১০ লাখ টাকা নিয়ে খুনশুটি। যদিও এর রহস্য জানতে প্রয়োজন অপেক্ষার। আমিন খান বললেন, দীর্ঘদিন ধরে দেশের মার্সেলের প্রতিনিধিত্ব করছি। সম্প্রতি এর ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হই। সেই কমার্শিয়ালে নিজের ১০ বছরের ছেলেকে নিয়ে স্ক্রিনশেয়ার করব। জানা গেছে, বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন সামাজিক প্ল্যাটফরমে দেখতে পাবেন আমিন খান ভক্তরা। আমিন খান বলেন, ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। এদিকে বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেলের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল এ স্টারকিড।