‘পাপ’ সিনেমার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে প্রযোজক আবদুল আজিজের নামে। গত রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছেন ‘পাপ’ ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন। আদালত সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি আবদুল আজিজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।