ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই শুটিং শিডিউল থাকে তাঁর। নিয়মিতই তাঁকে পাওয়া যায় একক ও ধারাবাহিক নাটকে। সম্প্রতি মাছরাঙা টিভিতে শুরু হয়েছে সাগর জাহানের ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’-এর দ্বিতীয় মৌসুম। এতে আছেন নাদিয়া। তিনি জানান, ‘এখন ও শুটিং করছে, আমি বিশ্রাম নিচ্ছি। গত এক-দেড় মাস খুবই ব্যস্ত ছিলাম। এবার একটু নিজেদের সময় দিই। এদিকে নাদিয়া ও সালমানের বিয়ে হয়েছে গত বছরের জুনে। তখন ঘরোয়া আয়োজনে ছোট পরিসরে শুভ কাজটি সেরেছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল, মাসখানেক পর বিবাহোত্তর সংবর্ধনা করবেন। সেটা গড়াল ছয় মাস পর। এ মাসেই ফরিদপুরে সালমানের বাড়িতে হয়েছে সেই আয়োজন। নাদিয়া বলেন, ‘বিয়ের সময় বড় পরিসরে আয়োজন করতে পারিনি।