আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন-শিল্পসাহিত্য ও সেলেব্রিটি শো ‘কবিবাড়ি’। আজকের পর্বে অতিথি অভিনেত্রী রোজিনা। শিল্পসাহিত্য একই সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক জীবন ও দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা বলতে এ অভিনেত্রী উপস্থিত হচ্ছেন অনুষ্ঠানে। আসাদ কাজল বলেন, অনেক দিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে কবিবাড়ি দাঁড় করিয়েছি। এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল এ কবিবাড়ি অনুষ্ঠানটি আমি অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানটি আজ বিকাল ৩টা ৪০ মিনিটে এটিএন নিউজে প্রচার হবে।