দেশের বরেণ্য অভিনেতা আমিরুল হক চৌধুরীকে এবার বিজ্ঞাপনে দেখা যাবে। যেটি নির্মাণ করেছেন সানজিদ খান প্রিন্স। অভিজাত রাইসের এ বিজ্ঞাপনটির শুটিং হয়েছে সম্প্রতি। নির্মাতা প্রিন্স বলেন, ‘মোহাম্মদপুর কৃষি মার্কেটে চালের আড়তের পুরো অংশই আমাদের শুটিং সেটে পরিণত করেছিলাম। এছাড়াও বাকি কিছু দৃশ্য ধারণের জন্য উত্তরার একটি শুটিং হাউসে সেট তৈরি করেছিলাম। কাজটি সুন্দরভাবে শেষ হয়েছে। এখন রয়েছে সম্পাদনার টেবিলে। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে কাজটি।’ এ বিজ্ঞাপনটিতে প্রবীণ অভিনেতা আমিরুল হক চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া, মুকিত জাকারিয়া, আজম খান, আশরাফুল আলম বাবলু, শারমিন দীপ্তি, আলভী খন্দকার, শান আহমেদ, মাসুদ করিম সুজন, হেলাল পারভেজ ও তানভির তপু প্রমুখ। ডিওপি ছিলেন নাজমুল হাসান ও শিল্প নির্দেশনায় ইয়াহিয়া হোসাইন রানা ও তার পুরো টিম।