বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এক স্ট্রিপ ক্লাব ও যৌনপল্লীতে গিয়েছিলেন অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’ সিনেমার নির্মাতা অপূর্ব লাখিয়া। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ ঘটনা ২০ বছর আগের। নির্মাতা অপূর্ব জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমাতে পারেন না। সে কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন। তবে এক দিন বিগবি তাঁকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। তিনি আরও বলেন, আমি বললাম, ‘স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে, আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে দাঙ্গা হবে।’ তিনি বললেন, ‘না, আমরা যাব। তাই আমি বললাম, ‘চলুন যাই’। অপূর্ব জানিয়েছেন, অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান এবং প্রযোজক বান্টি ওয়ালিয়াও তাঁদের সঙ্গে ব্যাংককের রেড-লাইট এলাকা পাটপংয়ে গিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা স্মরণ করিয়ে দিয়েছিলেন, সুপারস্টার একটি বোতাম দেওয়া শার্ট পরেছিলেন এবং নিম্নাঙ্গে ছিল একটি থাই ধুতির মতো পোশাক।