ভালোবাসার মাসে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে প্রেম ও বিরহের গল্পে নির্মিত নাটক ‘বিষাক্ত বকুলের গল্প’। এটি নির্মাণ করেছেন সুদীপ্ত সাইদ খান। রচনাও করেছেন তিনি। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও জারা জয়া। এ জুটি আগেও দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। নির্মাতা সুদীপ্ত সাইদ খান বলেন, ‘ভিউ বাণিজ্যের এ সময়ে বেশির ভাগ নাটকই নির্মিত হয় লোক হাসানোর জন্য। সেখানে স্যাড রোমান্টিক গল্প নিয়ে কাজ করা বেশ ঝুঁঁঁকিপূর্ণ। আমরা গল্পকেই প্রাধান্য দিয়েছি। আমাদের পুরো টিমের চেষ্টা ছিল একটি সুন্দর কাজ উপহার দেওয়ার। প্রত্যেকেই ভালো অভিনয় ও সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। মেলা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে এ নাটকটি।