ভাষার মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে। এবার শুরু হয়েছে উৎসবের ২৩তম আসর। এ উৎসবে বুবলী-শরীফুল রাজের ‘দেয়ালের দেশ’ প্রদর্শিত হবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়। নির্মাতা মিশুক মুনি আর সিনেমাটোগ্রাফার সাহিল রনি। এ ছবিটি নিয়ে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আগে থেকেই অবগত যে, এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ৩৪ বছর ধরে এ উৎসবটি নিয়মিতভাবে করে আসছে। এবারের উৎসবে আমার অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি। আর এ উৎসবে আমার অভিনীত সিনেমাটি দেখার ইচ্ছা রয়েছে।’ উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, উৎসবে নির্বাচিত সিনেমাগুলো ৫০ টাকার বিনিময়ে টিকিট কেটে দর্শকরা দেখতে পারবেন।