মরণব্যাধি ক্যান্সার কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না বলিউড অভিনেত্রী হিনা খানকে। ক্যান্সারকে তুড়ি মেরে সমানে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সময়টা কঠিন আর এ কঠিন পরিস্থিতিতে সর্বক্ষণ যিনি হিনার পাশে রয়েছেন তিনি অভিনেত্রীর প্রেমিক রকি জয়সওয়াল। প্রায় ১৩ বছরের সম্পর্ক তাদের। এবার কি সেই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রকি-হিনা? তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক রন্ধন প্রতিযোগিতার রিয়্যালিটি অনুষ্ঠানের সেটে রকির সঙ্গে হাজির হন হিনা। সেখানে এমন কায়দায় তাদের আপ্যায়ন করা হয়, যেন তারা বরযাত্রী নিয়ে ঢুকছেন। এ প্রতিযোগিতার অন্য সদস্যরা একেবারে বরণ করে সেটে ঢোকান যুগলকে। বিয়ের পর্বে বিশেষ অতিথি হয়ে আসেন রকি-হিনা। এভাবে হাতে হাত রেখে অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে তাদের বিয়ে নিয়ে আশায় দিন গুনছেন অনুরাগীরা। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। এ ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি।