অসুস্থতা কাটিয়ে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এখন শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি যে সুস্থ তার রেশ পাওয়া গেল তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ডে। কিছুদিন আগে তিনি একটি স্টুডিওতে কণ্ঠে তুলে নিয়েছেন নতুন একটি গান। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে সৈয়দ আবদুল হাদীসহ এ প্রজন্মের আরও ১০ জন জনপ্রিয় শিল্পী কণ্ঠ দিয়েছেন গানটিতে। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা। তিনি বলেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তাঁর কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’