অভিনেতা নিলয় আলমগীর। প্রতি বছর ভালোবাসা দিবসগুলোতে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেন তিনি। এবারও হাজির হবেন কিছু নাটকে। এর মধ্যে একটি অন্যতম নাটক ‘নার্ভাস কাপল’ আজ প্রচার হবে।
মুহাম্মদ আবু রাজীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। নিলয়ের সঙ্গে এ নাটকে জুটি বেঁধেছেন আইশা খান। কচি খন্দকারসহ আরও অনেকে হাজির হবেন রোমান্স ও হাস্যরসে ভরপুর নাটকটিতে। নাটকের গল্পে দেখা যাবে সদ্য এনগেজমেন্ট হওয়া এক কাপলের গল্প। কমেডি ও রোমান্টিক আমেজে নানা দৃশ্যের এ নাটক ভালোবাসা দিবসে দর্শককে বাড়তি আনন্দ দেবে বলে প্রত্যাশা নিলয়ের।