হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলেসের হলিউডে বাস করছেন। যার দরুণ সেখানে রয়েছে তাঁর বহু স্মৃতি।
ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ স্মৃতি, বিবাদ, তিক্ত বিবাহবিচ্ছেদ সবকিছুই ভুলে থাকার জন্য চিরতরে স্থানটি ত্যাগ করতে চান এ অভিনেত্রী। লস অ্যাঞ্জেলেসই নয়, আমেরিকাও ত্যাগ করতে চেয়েছিলেন তিনি। অন্য কোনো দেশে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চেয়েছেন। সেটা হতে পারে ইউরোপ কিংবা কম্বোডিয়া। কিন্তু চাইলেও সেটা পারছেন না। কারণ সন্তানেরা লস অ্যাঞ্জেলেস ত্যাগ করতে রাজি নন। বহু চেষ্টার পরেও সেটি হচ্ছে না।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলির হলিউড থেকে পালানোর পরিকল্পনা সন্তানদের কারণেই ভেঙে পড়ছে। এতে খুবই হতাশ হয়ে পড়েছেন তিনি। যা অ্যাঞ্জেলিনা জোলিকে একটি বিব্রতকর পরিস্থিতিতেও ফেলে দিয়েছে বলে মিডিয়াকে জানান তিনি।