সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ভালোবাসা দিবস সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনাম ‘পাগল হাওয়া’। ইতোমধ্যেই গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন হাবিব ওয়াহিদ। শ্রাবণের কথায় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে নির্মিত হয়েছে ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি। ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে এটি।