বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ভাইয়ের বিয়ে। সে উপলক্ষে টিনসেল টাউনে চলছে বিশাল উদযাপন। সিদ্ধার্থ চোপড়ার বিয়ে উপলক্ষে স্বামী নিক জোনাস, মেয়ে মালতীর সঙ্গে প্রিয়াঙ্কাও এখন দেশে। সপ্তাহখানেক ধরে নানান অনুষ্ঠান পেরিয়ে অবশেষে বিয়ের দিন উপস্থিত। আর ভাইয়ের বিয়েতে প্রিয়াঙ্কার সাজ কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুগামীরা। বিয়ের সব অনুষ্ঠানের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। চিরাচরিত প্রথা ভেঙে ভাইয়ের বিয়ের দিন ‘দেশি গার্ল’ বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ডিজাইন করা ‘সি গ্রিন’ রঙের লেহেঙ্গা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিওতে সবুজে-নীল রঙের লেহেঙ্গার সঙ্গে প্রিয়াঙ্কার গলায় ঝুলতে দেখা গেছে ইতালির বিলাসপণ্য প্রস্তুতকারী সংস্থা ‘বুগারি’র বিখ্যাত ‘ভেনাসেস হেয়ার’ নামক হারটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে- প্রিয়াঙ্কার ওই হারে ৭১.২৪ ক্যারেট হীরার খণ্ড এবং ছোট ছোট মোট ৬২টি পান্না রয়েছে। ‘ভি-শেপ’ হারটির লকেটের অংশে বসানো হয়েছে একটি মাত্র কলম্বিয়ান পান্না, যেটির ওজন প্রায় ১৯.৩০ ক্যারেট। শিল্পীদের হাতে গড়া এ অমূল্য সম্পদটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১ হাজার ৬০০ ঘণ্টা।