গত বছর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তাঁকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট ‘শাফিন আহমেদ-ইকোস অব অ্যা লিজেন্ড’। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে কনসার্টটি। ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্মদিন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদকে স্মরণে আয়োজন করা হচ্ছে এ বিশেষ ট্রিবিউট কনসার্ট। গানে গানে এ শিল্পীকে স্মরণ করবে দেশের জনপ্রিয় পাঁচটি ব্যান্ড ও এক র্যাপার। শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে মঞ্চ মাতাবে মাইলস, ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা এবং র্যাপার অজি। শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলসের পরিবেশনা এ কনসার্টের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। গানের পাশাপাশি কনসার্টে প্রদর্শিত হবে শাফিন আহমেদকে নিয়ে ডকুমেন্টারি ভিডিও।