এ সময়ের টিভি ইন্ডাস্ট্রির প্রিয়মুখ মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। টিভি নাটক এবং বিজ্ঞাপনে যার সমান উপস্থিতি। মাঝেমধ্যে দর্শকদের মুগ্ধ করেন মিউজিক ভিডিও এবং স্টেজ পারফরম্যান্সেও। তাঁর সঙ্গে সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
এখন একক না ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত?
এখন সিঙ্গেল নাটকই বেশি করা হচ্ছে। কমার্শিয়ালের কিছু কাজ চলছে। টিভিসি, ওভিসি- এগুলো করছি নাটক করার মাঝে মাঝে সময় দিয়ে।
নাটকে নিজের কাজগুলো নিয়ে মন্তব্য কী?
আমি সবকিছু নিয়ে বারবার চিন্তা-ভাবনাটা একটু কম করি। আমি অনেকটা আত্মকেন্দ্রিক, তাই নিজে যেটা পছন্দ করি বা ইনজয় করছি সেটাই করছি। অত বেশি চিন্তা করি না যে, সময়ের সঙ্গে কতটুকু আমি পারছি বা কারা কী কাজ করছে। এসব নিয়ে মাথা না ঘামিয়ে আমি দেখি স্ক্রিপ্টগুলো ভালো লাগছে কি না, চরিত্রগুলোতে ভিন্নতা আছে কি না। সবকিছুর পর আমার দর্শক আসলে কী চায়, সেটা করার চেষ্টা থাকে।
হিমিকে কেন নিলয়ের সঙ্গেই জুটি বাঁধতে বেশি দেখা যায়?
আসলে আমাদের আর্টিস্টের হাতে তো নেই! আমার তো সবার সঙ্গেই কাজ করার ইচ্ছা। তবে অনেকের সঙ্গে পূরণ হয়েছে। বেশ কয়েকটা কাজ করেছি। সো, ডিরেক্টর কাস্ট করলে কেন নয়?
একই রকম গল্পে কাজ করতে বিরক্ত লাগে না?
সব সময় চেষ্টা করি একটু ডিফারেন্স আনার। তবে হ্যাঁ, কিছু বিষয় কমন পড়েই যায়। তবে বিষয়গুলো মিল থাকলেও চেষ্টা করি চরিত্রায়ণে পরিবর্তন আনার। আসলে সব ধরনের কাজই কিন্তু এখন হচ্ছে। অডিয়েন্স যদি থ্রিলার দেখতে চায় সেটাও আছে, যদি কমেডি বা রোমান্টিক নাটক দেখতে চায় সেটাও তো হচ্ছে।
ড্রিম প্রজেক্ট...
আমার সবগুলো নাটকই একেকটা ড্রিম প্রজেক্ট। প্রতিটি নাটকেরই গল্পের ভ্যারিয়েশন আছে। আর আমি তো যেহেতু বেশির ভাগ কমেডি কনটেন্ট করি সেহেতু কাজ করার স্বাধীনতা বেশি থাকে। ডিরেক্টরের সঙ্গে অনেকবার বসে নতুন কিছু করার চেষ্টা করি। ৫-৬ দিন ধরে প্ল্যান করি। এ প্রসেসগুলোই তো প্রতিটি প্রজেক্টকে ড্রিম প্রজেক্ট করতে হেল্প করে।
ফেসবুকে কাজের পোস্টে ভক্তদের অভিব্যক্তি...
অনেকে বলে সিরিয়াস নাটক করা উচিত। আবার অনেকে বলে কমেডি বা রোমান্টিক নাটক করা উচিত। তাই দর্শকের কথা চিন্তা করি। আমার নিজেরও পছন্দ বিভিন্ন জনরায় কাজ করা। প্রেমের নাটক কিন্তু করা হয়। তবে সেগুলো হয়তোবা মানুষ কম দেখে, কমেডিগুলো বেশি দেখে। তাই সবাই ভাবে আমি কমেডি নাটকই বেশি করি। খুব ওভার অ্যাকটিং করি, সিরিয়াস অ্যাকটিং করছি না-এরকম হয়তো ভাবে। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সব ধরনের কাজ করার। তবে সত্যি বলছি, ফেসবুকে হেটফুল কমেন্ট ওরকম গায়ে কখনো লাগেও না। এত কমেন্ট দেখারও সুযোগ হয়ে ওঠে না।
সিনেমায় কবে?
সবারই ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করার। আমারও ইচ্ছা অবশ্যই আছে। তবে বড়পর্দায় কাজ যখন শুরু করব তখন যেন নিয়মিত কাজ করতে পারি, সেই চেষ্টাটাই থাকবে।
বিয়ে কবে হবে?
দেরি আছে। সিনিয়ররা বিয়ে করছে, আমি তো এখনো ছোট! আরও কাজ করি। ঠিক সময় হলে বিয়ে করে ফেলব।