ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। এ জনপ্রিয় লোকসংগীতশিল্পী গান নিয়ে ব্যস্ত থাকেন সব সময়ই। দেশবিদেশের স্টেজ শোতে অংশ নেন। এর মধ্যে নতুন কিছু গানও করেছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
নতুন গানের সুখবর? স্টেজ শো কেমন চলছে?
হুমম, বেশ কিছু গান করেছি। সামনেই রিলিজ হবে। এর মধ্যে করেছি ‘বরবাদ’, ‘আমি তোমাকে হারালে মরিবো’, ‘বন্ধু তোমার মায়া’, ‘মনে দুঃখ দিওনা’, ‘কলিজার ভেতর দারুণ জ্বালা’সহ বেশ কিছু গান। আর স্টেজ শো তো করছিই নিয়মিত।
আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে...
অনেক দিন বন্ধ ছিল! নিজের মৌলিক গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। তাই নিজের চ্যানেলের দিকে তেমন করে নজর দিতে পারছি না আর কি! সামনে দেখা যাক, কী করা যায়।
অডিও বাজার নেই; শিল্পীদের পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে...
অডিও বাজারগুলো কাজ করছে। অনেক কাজ হচ্ছে। আর এমনিতেই আর্টিস্টের পারসোনাল চ্যানেল তো থাকবেই। শিল্পীর জন্য এটা তার অধিকার।
শিল্পীরা ইমেজসংকটে ভুগছেন, মন্তব্য কী?
শিল্পীদের আরেকটু সতর্ক থাকা উচিত। আমি একজন শিল্পী; তাই আমি অন্য দশজনের কথা বলতে পারব না। আমার নিজেকে দিয়ে বুঝি যে, যখন সালমা হয়েছিলাম ওই সময় কিন্তু কেউ আমাকে কোনো দল বা বিশ্লেষণ দিয়ে এ অবধি আনেনি। তো, মানুষের ভালোবাসার জায়গাটা এক জায়গাতে ছিল। ওই জায়গা থেকে কখনো বঞ্চিত হতে চাই না। আর একজন মানুষের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা থেকে কাজ করা উচিত। এর বাইরে করা উচিত নয়।
তাহলে শিল্পীদের কোনো দল থাকা উচিত নয়...
শিল্পীরা তো দেশের সম্পদ! শিল্পীর আবার দল কী? দল করার জন্য তো বাংলাদেশে প্রচুর মানুষ আছে। শিল্পী কয়জন আছে? বিশেষ করে ভালো শিল্পী কয়জন আছে?
প্লেব্যাক সিঙ্গার হিসেবে এখন তেমন করে পাচ্ছি না সালমাকে। ফিল্ম সিন্ডিকেট, রাজনীতি নাকি অন্য কোনো কারণে?
আমি অনেক দিন ধরে প্লেব্যাকে গান করি না। এটা আপনি মিউজিক প্রডিউসার, সিনেমার ডিরেক্টরদের জিজ্ঞাসা করবেন, আমাকে না। আমি মনে করি ফিল্মের জায়গাটা এককেন্দ্রিক হয়ে গেছে। ওই যেটা বললেন- সিন্ডিকেট, রাজনীতি। যার যখন যে সুযোগ তখন সে সেই অনুযায়ী কাজ করবে। যখন একটা ফোক গান হচ্ছে তখন ফোক গানের আর্টিস্টকে দিয়েই সিনেমায় গান গাওয়ানো উচিত। এখন মিউজিক ডিরেক্টররা যদি মনে করেন আধুনিক শিল্পীকে দিয়েই ফোক গান গাইয়ে ছাড়বে তাহলে তো আমাদের কিছুই করার নেই। এটা মিউজিক ডিরেক্টর ও সিনেমার প্রডিউসার তাদের চিন্তা করতে হবে।
সংগীত ইন্ডাস্ট্রি উত্তরণের উপায়?
ফোক গান নিয়ে অনেক অনুষ্ঠান হওয়া উচিত। এখন যে কোনো ফোক টিউনই সুপার- ডুপার হয়ে যায়। আর দেশের চ্যানেল, অডিও বাজারের অনেক বেশি কাজ করা উচিত। সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে। তাহলেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।