বাবা বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী, আশির দশকের সাড়া জাগানো গায়ক প্রয়াত খালিদ হাসান মিলু। কিন্তু বাবার পরিচয়ে নয়, প্রতীক হাসান নিজস্ব প্রতিভাগুণেই এখন বাংলাদেশের সংগীতজগতের পরিচিত নাম। বাংলাদেশের অন্যতম একজন সংগীতশিল্পী তিনি। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
দেশে নাকি বিদেশে?
বিদেশে আছি। পরিবারসহ নিউইয়র্কে এখন। প্রায় পাঁচ মাস হয়ে গেল। আরও দুই মাস থাকব। এরপর দেশে আসব।
ব্যস্ততা কেমন চলছে? নতুন গানের খবর কি?
বেশ ভালোই। এখান থেকে কিছু গান প্রস্তুত করছি। তিনটি গান প্রস্তুত আছে। কিছু চমক রয়েছে। মিউজিক ভিডিওর প্ল্যান করছি এখানে। দুটি করব। তবে স্টেজ শো আপাতত এখন নেই।
গত বছর মুজার সঙ্গে করা সর্বশেষ গানটি নিয়ে সাড়া কেমন ছিল?
গানটির নাম ‘ময়নাপাখি’। খুবই ভালো সাড়া পেয়েছি। সবাই খুব পজিটিভ ছিল গানটি নিয়ে। এখনো তার ফিডব্যাক পাচ্ছি।
অনেক সম্মাননা পেয়েছেন দেখলাম...
হুমম। বিদেশে আসার পর থেকে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি। সংগীতশিল্পী হিসেবে কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ঢালিউড অ্যাওয়ার্ড, গ্লোবাল অ্যাওয়ার্ড, লস অ্যাঞ্জেলেসে ঢালিউড অ্যাওয়ার্ডসহ আরও বেশকিছু অ্যাওয়ার্ড পেয়েছি। তবে বাংলাদেশে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে অ্যাওয়ার্ড পেয়ে বেশি আনন্দিত হয়েছি।
স্টেজ শো নাকি স্টুডিও-কোনটিতে স্বাচ্ছন্দ্য বেশি?
এখন তো এন্টারটেইনমেন্ট সবই ইউটিউবে। অন্য কোনো মাধ্যম তেমন নেই। গানের সর্বোত্তম মাধ্যম হলো স্টেজ শো। যেটা শিল্পী-শ্রোতাদের খুবই কাছাকাছি নিয়ে আসে।
গানের শিল্পীর ক্ষেত্রে মিউজিক ভিডিও কতটা দরকারি?
দরকার তো রয়েছেই। এখনকার গানতো মিউজিক ভিডিওনির্ভর। অডিও প্ল্যাটফরম তো দাঁড়াতে পারছে না। তাই গান শোনানোর চেয়ে দেখানোর জন্য প্রচুর প্ল্যাটফরম হয়েছে এখন। সময়ের চাহিদা এটা।
এমন মনে হয় যে, বাবাকে শ্রোতারা ভুলে গেছে?
না। বাবাকে সবাই ভালোবাসে, ভোলেনি। আসলে কোনো আর্টিস্টের কাজগুলোকে রিপ্রেজেনটেটিভরা যদি সামনে না নিয়ে আসে তবে সবাই ভুলে যায়। বাবার ক্ষেত্রে তেমনটি হয়নি। আমি স্টেজ শোগুলোতে বাবার গান করি। তবে প্ল্যাটফরমে গাই না, ঝামেলা আছে। প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেক ঝামেলা ফেস করেছি আগে। আমি মনে করি, তিনি সবসময় বিরাজমান। গান করার সময় তাঁকে মনে পড়ে। সবসময় মিস করি, অনেক।
প্লেব্যাকে ব্যস্ততা...
এখন ঠান্ডা অবস্থা...হাহাহা। আগে তো অনেক করেছি। তবে দেখি সামনে কী হয়।
প্রতীক হাসান অফিশিয়াল ইউটিউব চ্যানেল কেমন চলছে?
ভালো। মেলোডি গানই বেশি আপ করেছি। যদিও আমি নাচের গান অর্থাৎ ধুম-ধারাক্কার গান বেশি করি, তবে নিজের চ্যানেলের ক্ষেত্রে মেলোডি গানই বেশি প্রকাশ করতে চাই।
আর সংসার?
সুপার চলছে! বেশ সুখে আছি, শান্তিতে আছি। পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো সময় কাটছে। সবার কাছে দোয়া চাই।