শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে জানিয়ে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের এমডি ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী গতকাল বিকাল পৌনে ৩টার দিকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, অবস্থার যদি আরও উন্নতি হয় তাহলে আজ (সোমবার) বিকাল ৪টার দিকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। উল্লেখ্য, গত শনিবার সকালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ফরিদা পারভীনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসকসূত্রে জানা গেছে, ফরিদা পারভীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বার্ধক্যজনিত কিছু সমস্যাও আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘তাঁর ফুসফুসের পানির পরিমাণ কমেছে। আমরা তাঁর সাপোর্ট যত কমাতে পারব, শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী থাকব।’